ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে গুলিতে নিহত ৩

প্রকাশিত: ০২:২১ পিএম, ০৩ নভেম্বর ২০১৪

সুইজারল্যান্ডে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ সোমবার তাদের লাশ উদ্ধার করেছে। সুইস আল্পস শহরের একটি রেলস্টেশনের কাছের একটি পার্ক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, সোমবার সকাল ৭টার দিকে লাশ তিনটি উদ্ধার করা হয়। এলাকাটি একটি পর্যটন স্থান। তবে নিহতদের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

গণমাধ্যমে বলা হয়েছে, মনে করা হচ্ছে, একটি গোলাগুলির ঘটনায় তারা গুলিতে নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। - সিনহুয়া/টেলিগ্রাফ