যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর গুলিতে আহত ৩
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসের পূর্বাংশে ওয়াশিংটন স্কয়ার মলে এক বন্দুকধারীর গুলিতে তিনব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ইন্ডিয়ানাপলিসের মেট্রোপলিটান পুলিশের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের মুখপাত্র জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি শপিং মলের বারান্দায় সন্দেহভাজন হামলাকারী গিয়ে হাজির হয়। সেখানে সে পূর্বপরিচিত কারো মুখোমুখি হয় এবং গুলি চালায়। এতে ওইব্যক্তিসহ আরো দুইজন আহত হন।
ইন্ডিয়ানাপলিসের পুলিশ সার্জেন্ট কেন্ডালে অ্যাডামস বলেন, গুলিতে আহত দুই পুরুষ ও এক নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়।
তিনি আরো বলেন, হামলার পর সন্দেহভাজন হামলাকারী শপিং মল ছেড়ে পালিয়ে যান। তাকে এখনো গ্রেফতার করা যায়নি।
জেডএইচ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ জানুয়ারি ২০২৬
- ২ রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, তাপ সরবরাহ বন্ধ হওয়ায় ঠান্ডার প্রকোপ
- ৩ আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
- ৪ ইউক্রেনে ‘পারমাণবিক অস্ত্রের মতো’ শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া
- ৫ বিক্ষোভের মুখে পিছু হটবে না ইরান, ট্রাম্পের হাত ‘রক্তে রাঙা’ বললেন খামেনি