গুজরাটে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, ৮ জনের মৃত্যু
ভারতের গুজরাটে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে আটজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন নারী। খবর বিবিসির।
আহমেদাবাদের দমকল বিভাগের কর্মকর্তা রাজেশ ভাট জানিয়েছেন, শহরের নবরঙ্গপুরা এলাকায় অবস্থিত শ্রেই হাসপাতালে বৃহস্পতিবার ভোরে আগুন লাগে।
শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার এক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু সে সময়ের মধ্যেই আটজনের মৃত্যু হয়।
রাজেশ ভাট জানিয়েছেন, ওই হাসপাতাল থেকে ৪০ জন করোনা রোগীকে অন্য একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকল বিভাগের যেসব কর্মী সেখানে কাজ করেছেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের তিনদিনের মধ্যে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে, ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯০৪ জনের প্রাণহানি ঘটেছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৬ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার মার্কিন বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ৬৯৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও ৫৬ হাজার ২৮২ জন আক্রান্ত হওয়ায় দেশটিতে করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৬৪ হাজার ৫৩৬ জনে পৌঁছেছে।
টিটিএন/এমকেএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বুরকিনা ফাসোতে নাইজেরিয়ার সামরিক বিমানের জরুরি অবতরণ, অনিশ্চিত ১১ সেনার ভাগ্য
- ২ অন্ধকার-উত্তাল সাগর পেরিয়ে যেভাবে ভেনেজুয়েলা ছাড়েন মাচাদো
- ৩ প্রতারণার দায়ে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা কওনের ১৫ বছর কারাদণ্ড
- ৪ ‘বায়রন’ ঝড়ে বিপর্যস্ত গাজা, ২৪ ঘণ্টায় শিশুসহ নিহত ১০
- ৫ তুর্কমেনিস্তানে একত্রিত রাশিয়া, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টরা