করোনা সংক্রমণে পাকিস্তানকে টপকালো বাংলাদেশ
নতুন করে আড়াই হাজারের বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্তের মধ্য দিয়ে মহামারি এই ভাইরাসটিতে শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় পাকিস্তানকে টপকালো বাংলাদেশ। শীর্ষ আক্রান্ত দেশের মধ্যে এখন ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিপরীতে পাকিস্তানের অবস্থান ১৬তম।
স্বাস্থ্য অধিদফতর থেকে শনিবার দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ হাজার ২৬৫ জনের দেহে মহামারি করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে ৪৬ জন কোভিড-১৯ আক্রান্ত রোগীর। গতদিনে করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু।
সরকারিভাবে পাওয়া সবশেষ হিসাব অনুযায়ী গত ৮ মার্চ প্রাদুর্ভাব শুরুর পর দেশে শনিবার পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনের ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হলো। এদিকে শনিবার পর্যন্ত পাকিস্তানে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন।
তবে শনাক্ত সংক্রমণে টপকালেও বাংলাদেশের চেয়ে পাকিস্তানে করোনায় মৃতের সংখ্যা বেশি। স্বাস্থ্য অধিদফতরের শনিবারের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৯০৭ জন। এদিকে পাকিস্তানে এখন পর্যন্ত ৬ হাজার ২৩১ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।
পাকিস্তানে করোনার প্রকোপ এখন অনেকটা কমেছে। করোনার সবশেষ তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে নতুন করে ৫৮৬ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে; বিপরীতে বাংলাদেশে সেই সংখ্যাটা আড়াই হাজারের বেশি।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন করোনা রোগী। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। এদিকে পাকিস্তানে করোনায় আক্রান্ত হওয়ার পর মোট ২ লাখ ৭৫ হাজার ৩১৭ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন।
এসএ/এমকেএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন কারাদণ্ড
- ২ মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
- ৩ ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন খোদ ইসরায়েলই
- ৪ বাংলাদেশি কি না যাচাইয়ে ‘মোবাইল দিয়ে স্ক্যান’, বিতর্কে উত্তর প্রদেশ পুলিশ
- ৫ পশ্চিমবঙ্গের মেলায় বাংলাদেশি বই বিক্রিতে হিন্দু সংগঠনের বাধা-বিক্ষোভ