সৌদিতে নিয়ন্ত্রণে করোনা, এপ্রিলের পর সর্বনিম্ন সংক্রমণের রেকর্ড
সৌদি আরবে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে করোনাভাইরাস মহামারি। গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে ধারাবাহিকভাবে আক্রান্ত-মৃত্যুর হার কমার বিপরীতে বেড়েছে সুস্থতার হার। এর মধ্যে গত এপ্রিলের পর থেকে দেশটিতে সবচেয়ে কম সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে রোববার।
এদিন সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে মাত্র ৯১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ৮২১ জন। এর আগে, গত শনিবার সৌদিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন ৯৮৭ জন।
রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন ৩০ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭০ জন।
এদিন দেশটিতে নতুন রোগী শনাক্তের চেয়ে সুস্থ হয়েছেন বেশি মানুষ। রোববার সেখানে করোনামুক্ত ঘোষিত হয়েছেন অন্তত ১ হাজার ২২৬ জন। এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্তদের মধ্যে ২ লাখ ৮৯ হাজার ৬৬৭ জনই সুস্থ হয়ে উঠলেন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মদ আল-আবদেল আলী জানিয়েছেন, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২১ হাজার ২৮৪ জন। এদের মধ্যে ১ হাজার ৫৪৫ জনের অবস্থা গুরুতর।
দেশটিতে রোববারও নতুন শনাক্ত রোগীর হিসাবে শীর্ষে রয়েছে মক্কা। সেখানে নতুন করে ৬৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এছাড়া জেদ্দায় ৬৪, রিয়াদে ৪৫, মদিনায় ৪১, তাবুকে ৩৯ ও জাজানে নতুন রোগী মিলেছে অন্তত ৩৬ জন।
সূত্র: সৌদি গ্যাজেট, আরব নিউজ
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি
- ২ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ৩ সম্পর্ক জোরদারে বৈঠকের সিদ্ধান্ত চীন ও দক্ষিণ কোরিয়ার
- ৪ মেয়ে নিয়ে জনসমক্ষে কিম, পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি প্রকাশ
- ৫ ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন