গাজায় ফের গোলাগুলি, নিহতের সংখ্যা বেড়ে ১২১
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার স্থানীয় সময় সকালে ইসরাইলের বিমান হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পঞ্চম দিনের মতো চলা সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১৮-তে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার পাশের শহর তুফাহের পূর্বাঞ্চলে বিমান শনিবার সকালে ইসরায়েলের বিমান হামলায় ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা।
এর অল্প কিছুক্ষণ আগে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় অবস্থিত প্রতিবন্ধীদের একটি দাতব্য প্রতিষ্ঠানে চালানো বিমান হামলায় ২ জন নিহত হন। গাজার পশ্চিমাঞ্চলে অপর হামলায় আরও ৩ জন নিহত হন বলে জানিয়েছেন কাদরা।
শনিবার সকালে আরও ৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৫ জন গাজার উত্তরাঞ্চলের জেবালিয়ায় চালানো হামলায় ও অপর ২ জন দায়ের আল বালাহ এলাকার দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন বলে জানিয়েছেন কাদরা। এছাড়া শনিবার সকালে আগের আঘাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে কাদরা জানিয়েছেন।
গাজা ভিত্তিক ইসলামী সংগঠন হামাস ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে এমন অভিযোগ করে পাল্টা আক্রমণ হিসেবে মঙ্গলবার থেকে গাজায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। অব্যাহত এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫ দিনে ১২১-এ এসে পৌঁছেছে।
দুইপক্ষের চলমান এই সংঘর্ষে হামাস সদস্যদের নিক্ষেপ করা ৫২০টির মতো রকেট ইসরাইলের ভূখণ্ডে আঘাত করেছে বলে শুক্রবার বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ২০১২ সালের নভেম্বরের পর ফিলিস্তিন-ইসরাইলের সবচেয়ে মারাত্মক সহিংসতা এটি। সেই সময় জেরুজালেম ও তেলআবিবে রকেট হামলা চালানোর অভিযোগ সহিংসতায় জড়িয়ে পড়েছিল ইসরাইল।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা