পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী
১শ ৬৫ দিন পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) ১শ ৬৫ দিন কাজ করার পর তারা রোববার রাতে রাশিয়ার সয়ুজ নভোযানে চড়ে পৃথিবীতে এসেছেন।
নাসা জানায়, আইএসএস কমান্ডার রাশিয়ার ম্যাক্সিম সুরায়েভ, তার আমেরিকান সহকর্মী রিড ওয়াইজম্যান ও জার্মানির আলেকজান্ডার গার্স্টকে বহনকারী নভোযানটি রোববার স্থানীয় সময় রাত ১০ টা ৫৮ মিনিটে কাজাখস্থানের আরকালাখে এসে পৌঁছায়। এ সময় তিন নভোযাত্রীকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। এরপর চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
সুরায়েভ বলেন, সহযোগিতার মনোভাব নিয়ে সবকিছু করা হয়েছে। তাই আমি মনে করি, আইএসএস ক্রুদের কাছ থেকে সবার শেখা এবং তাদের উদাহরণ অনুসরণ করা উচিত।
তিনি আরও বলেন, আসুন, আমরা একে অপরের সঙ্গে পাশাপাশি বসবাসের চেষ্টা করি। আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
এই তিন নভোযাত্রী সাত কোটি মাইলেরও বেশি পাড়ি দিয়ে পৃথিবীতে এসেছেন বলে জানিয়েছে নাসা।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা