টানা ৫ দিন দুই লক্ষাধিক নতুন রোগী ভারতে, ২৪ ঘণ্টায় ফের রেকর্ড
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ভারত। টানা পাঁচদিন সেখানে দুই লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে। প্রায় প্রতিদিনই ভেঙেছে দৈনিক সর্বোচ্চ আক্রান্ত-মৃত্যুর রেকর্ড। সেই ধারা অব্যাহত রয়েছে সোমবারও।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন, যা গত রোববারের চেয়ে অন্তত ১২ হাজার বেশি। দেশটিতে একদিনে শনাক্ত রোগীর হিসাবেও এটি এযাবৎকালের সর্বোচ্চ।
সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছে ১ হাজার ৬১৯ জন, যা মহামারির দ্বিতীয় ঢেউয়ে একদিনে সর্বোচ্চ।
ভারতে ইতোমধ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। এদিক থেকে বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা।
দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৭৮ হাজারেরও বেশি মানুষ। এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ২৯ হাজার ৩২৯ জন। এর আগে এত সংখ্যক সক্রিয় রোগী দেখেনি দেশটি।
রোগী বৃদ্ধির জেরে ভারতের হাসপাতাল, নার্সিংহোমগুলোতে শয্যা আর খালি নেই বললেই চলে। একই শয্যায় দু’জন রোগী শুয়ে থাকার দৃশ্য দেখা গেছে কয়েকটি রাজ্যে। এমনকি অক্সিজেন না পেয়ে করোনা রোগীর মৃত্যুর খবর শোনা গেছে। সব মিলিয়ে সেখানে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তা মহামারির প্রথম ঢেউয়েও দেখা যায়নি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
কেএএ/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থে কাজ করছে বিক্ষোভকারীরা: ইরানের প্রধান বিচারপতি
- ২ ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প
- ৩ যেভাবে উত্তপ্ত হয়ে উঠলো দিল্লির তুর্কমান গেট এলাকা
- ৪ ক্রিপ্টো প্রতারণার মূলহোতা কম্বোডিয়ায় গ্রেফতার
- ৫ মার্কিন হুমকির জেরে কলম্বিয়ায় গণবিক্ষোভ, ট্রাম্পকে পেত্রোর ফোন