আইফোনে লাভ সাইস বানিয়েও ব্যর্থ প্রেমিক (ভিডিও)
কথায় বলে ভালবাসা টাকা দিয়ে কেনা যায় না। তাই কি? কারণ এক চিনা যুবক নিজের ‘সিঙ্গল স্টেটাস’ ঘোচাতে ৯৯টি আইফোন ৬ এস সাজিয়ে ‘লাভ সাইন’ বানিয়ে প্রেমিকাকে প্রেম নিবেদন করেও ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত একাই রয়ে গেলেন ওই চিনা প্রোগ্রাম ইঞ্জিনিয়ার।
১১ নভেম্বর চিনে ‘সিঙ্গলস ডে’ পালন করা হয়। অনেকটা ভ্যালেন্টাইস ডে-র আদলে। সে দিনই ৯৯টি আইফোন-৬ এস কিনে হার্ট শেপে সাজিয়ে প্রেমিকাকে মনের কথা জানাতে গিয়েছিলেন ওই যুবক। তার দু’বছরের বেতনের পুরোটাই খরচ হল আইফোনগুলি কিনতে। চিনা ওয়েবাইটের দাবি, মোট ৮২ হাজার ডলার খরচ হয়েছে আইফোনগুলি কিনতে।
কিন্তু এ কাজ করেও প্রেমিকার মন না পাওয়ায় সোশ্যাল সাইটে চিনা যুবককে নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট ছেয়ে গিয়েছে। ফেসবুক-ট্যুইটারে বিখ্যাত ‘৯৯ প্রবলেম ফরম্যাট’-এর চিনা প্রেমিক যুবকটিকে নিয়ে শেয়ার হচ্ছে অসংখ্য পোস্ট।
ওয়েব দুনিয়ার বক্তব্য, ওহে প্রেমিক, মন খারাপ নয়, বরং হেসে ওঠো। প্রেমিকা নেই তো কি হয়েছে, আইফোন রয়েছে তো।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘জেলেনস্কির প্রতি ইউরোপীয় নেতাদের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে’
- ২ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত গাজার জনজীবন, ভবন ধসে নারীর মৃত্যু
- ৩ ভিসাকেন্দ্র বন্ধ, ধুঁকছেন কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীরা
- ৪ ইসরায়েলের স্বীকৃতি নিয়ে ২১ আরব-আফ্রিকান দেশের নিন্দা-প্রত্যাখ্যান
- ৫ হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার ৯, জব্দ ৮ মিলিয়ন ইউরো