করোনায় ভাই হারালেন মমতা
ফাইল ছবি
করোনাভাইরাসে মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মেজো ভাই অসীম ব্যানার্জী। করোনা আক্রান্ত হয়ে এক মাস ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার (১৫) সকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।
পরিবারের বরাতে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনা সুরক্ষাবিধি মেনে দুপুরে কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। অসীম ব্যানার্জী পরিচিতদের মধ্যে কালী ব্যানার্জী হিসেবে পরিচিত ছিলেন। কলকাতার কালীঘাটে একই বাড়িতে থাকতেন মমতা ব্যানার্জী ও অসীম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক মাসে অসীম ব্যানার্জীর স্বাস্থ্যের কখনও উন্নতি আবার কখনও অবনতি হয়েছে। অবশেষে আজ তিনি হার মানলেন করোনার কাছে।
ইএ/এমকেএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ কলকাতার সায়েন্স সিটিতে শুরু হলো ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার
- ২ ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৯০০ ছাড়ালো
- ৩ কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, বাড়ছে পদত্যাগের দাবি
- ৪ যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্ত এলাকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- ৫ ভারতে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, পর্যটকসহ নিহত ২৩