ইসরায়েল ধর্মযুদ্ধের উস্কানি
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধ উসকে দেওয়া হচ্ছে। জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিদের উপাসনার অনুমতি দেওয়ার মাধ্যমে ইসরায়েল এটা করতে যাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি
পশ্চিমতীরের রামাল্লায় ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাতের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মঙ্গলবার এ কথা বলেন আব্বাস।
আব্বাসআরো বলেন, পবিত্র স্থানটিতে (আল-আকসা) ইহুদি উপাসকদের প্রবেশ করতে দেওয়া হবে উসকানিমূলক। ফিলিস্তিনিরা অবশ্যই এটা প্রতিহত করবে। আমরা আল-আকসা ও চার্চসমূহকে বসতি নির্মাণকারী এবং চরমপন্থীদের হাত থেকে রক্ষা করব।
আব্বাসের এ বক্তব্যের আগে মঙ্গলবার এক ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। পশ্চিমতীরের হেবরন শহরে আল-আরব শরণার্থী শিবিরের প্রধান রাস্তায় ইমাদ জাওয়াব্রেহ (২১) নামে ওই তরুণের বুকে গুলি করা হয়। - আলজাজিরা
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ২ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ৩ গাজার অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত ইসরায়েলি সেনাবাহিনীর
- ৪ বাবরি মসজিদে প্রথম আঘাতকারী ব্যক্তির জীবনে কী ঘটেছিল?
- ৫ কঠোর হলো অভিবাসন নীতি, ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল