করোনাভাইরাস : জাপানে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল
জাপান সরকার শুক্রবার করোনাভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থা আগামী ২০ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে। টোকিওসহ দেশের অন্যান্য অঞ্চলে এই নির্দেশ কার্যকর হবে। জুলাইতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের মাত্র এক মাস আগেই এ সিদ্ধান্ত নিল দেশটির সরকার।
আয়োজকরা বলছেন, অলিম্পিক গেমসে স্থানীয় দর্শকদের অনুমতি দেয়া হবে কিনা তা ভেবে দেখা হবে। বিদেশী দর্শকদের ইতোমধ্যেই অলিম্পিকে আসা নিষিদ্ধ করা হয়েছে।
করোনা মহামারিতে জাপান অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ১২ হাজারের বেশি। কিন্তু করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে সরকার রাজধানী টোকিওসহ ১০টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়।
জরুরি অবস্থার বিধিনিষেধের মধ্যে রয়েছে বার ও রেস্টুরেন্টে মদ বিক্রি সীমিত করা এবং আগে আগে বন্ধ করা। এছাড়া বাসায় বসে কাজ করতে অনুপ্রাণিত করা এবং অনুষ্ঠানে দর্শক সংখ্যা কমানো।
প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, ‘এ মাসের মাঝামাঝি সময় থেকে নতুন আক্রান্তের সংখ্যা কমা শুরু করেছে কিন্তু এ অবস্থা চলতে থাকবে কিনা তা অনিশ্চিত।’
টোকিও অলিম্পিক ২০২০ এর প্রধান সেইকো হাসিমোতো বলেন, আমরা আশা করছি এই পদক্ষেপের ফলে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হবে।
তবে স্থানীয় দর্শকদের অলিম্পিকে আসতে দেয়া হবে কিনা সে সিদ্ধান্ত আগামী মাসের শেষের দিকে নেয়া হবে বলে জানান তিনি।
সূত্র : এএফপি
এমকে/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ২ সম্পর্ক জোরদারে বৈঠকের সিদ্ধান্ত চীন ও দক্ষিণ কোরিয়ার
- ৩ মেয়ে নিয়ে জনসমক্ষে কিম, পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি প্রকাশ
- ৪ ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন
- ৫ লেনদেনে ক্রিপ্টোকারেন্সি বৈধ করলো তুর্কমেনিস্তান