ভারতে এবার শিশুদের টিকা দেওয়া হবে
ফাইল ছবি
ভারতে শিশুদের করোনাভাইরাসের টিকা দেয়া হবে। আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই শুরু হবে এই টিকা কার্যক্রম।
এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দেশটির কোভিড টিকা সংক্রান্ত সরকারের উপদেষ্টা কমিটির প্রধান এন কে অরোরা।
তিনি বলেন, ‘ভারতে ১২-১৭ বছর বয়সী শিশুর সংখ্যা ১২ কোটি। যার মধ্যে এক শতাংশের কো-মর্বিডিটি রয়েছে। এই সংখ্যাটা খুব একটা কম নয়।’
আনন্দবাজারের খবরে বলা হয়, ভারতে দুই বছরের বেশি বয়সীদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে কোভ্যাক্সিনের টিকা।
খবরে আরও বলা হয়, অক্টোবরের শেষের দিক থেকে টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন অরোরা। কোন শিশুদের এবং কী ধরনের কো-মর্বিডিটি থাকলে আগে টিকা দেওয়া হবে তার একটা তালিকা শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
জেডএইচ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ হায়দরাবাদে ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা করা নিয়ে বিতর্ক
- ২ নেটফ্লিক্স–ওয়ার্নার ব্রাদার্স চুক্তিতে ‘সমস্যা হতে পারে’, যুক্ত হবেন ট্রাম্প
- ৩ ডাকাতির পর ল্যুভর জাদুঘরে এবার পানি পড়ে নষ্ট কয়েকশ মিশরীয় শিল্পকর্ম
- ৪ থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের শান্তিচুক্তি
- ৫ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ ডিসেম্বর ২০২৫