ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১৬ নভেম্বর ২০১৪

ইথিওপিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

খবরে বলা হয়েছে, শনিবার পূর্ব ইথিওপিয়ার লেগেবেন্টি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ইজুজু কোম্পানির একটি বাস আওয়াশ শহর থেকে আদামা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি একটি উটকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ কমান্ডার বিজুনেহ গোদানা বলেছেন, দুর্ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কার করেন তিনি। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন