গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ১৭২
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো বর্বর হামলা অব্যাহত রয়েছে। সোমবার সপ্তম দিনের মতো হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক মানুষ। যার মধ্যে অধিকাংশই নারী, শিশু ও বয়স্ক মানুষ রয়েছে। এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছে প্রায় সহস্রাধিক।
সোমবার সকালে হামাসের সামরিক শাখার তিনটি প্রশিক্ষণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া চলছে স্থল হামলাও। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, ইসরাইলি হামলাকারী সেনারা গাজা এলাকা থেকে ফিলিস্তিনিদের চলে যেতে হুমকি দিচ্ছে। হামলা থেকে বাঁচতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ গাজা ছেড়ে পালিয়েছে।
জাতিসংঘ বলছে, প্রায় চার হাজার শরনার্থী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে। অনেকে আবার আশ্রয়ের কোনো জায়গা না পেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার সন্দেহভাজনরা ভারতীয়-অস্ট্রেলীয় নাগরিক?
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে উদযাপিত হলো মহান বিজয় দিবস
- ৩ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার আগ মুহূর্তে আটক হলেন ভারতীয় বংশোদ্ভূত নারী
- ৪ ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প
- ৫ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়লো ৫৮ লাখ নাম