বিদেশ থেকে ভারতে ঢুকলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীর হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার।
শুক্রবার (৭ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় জানানো হয়েছে, যে কোনো দেশ থেকে ভারতে এলেই বাধ্যতামূলকভাবে ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকি বিমানবন্দরে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখালেও ৭ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।
আগামী মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে দেশটিতে নতুন এ বিধিনিষেধ কার্যকর হবে বলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশিকায় জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে ওমিক্রনের সংক্রমণের বাড়বাড়ন্তের কারণেই এ পদক্ষেপ। এক্ষেত্রে আগের মতোই ওমিক্রনের জন্য ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকা দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের সবাইকে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান নির্দেশিকা অনুযায়ী, ওমিক্রন সংক্রমণের নিরিখে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশগুলি থেকে আসা যাত্রীদের রিপোর্ট নেগেটিভ এলেও তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কিন্তু ঝুঁকির বাইরের দেশগুলি থেকে বিমানে আসা যাত্রীদের নেগেটিভ রিপোর্ট এলে বিধিনিষেধ ছাড়াই চলফেরার অনুমতি মিলে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১০০ জন। আগের দিন বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৯০ হাজার ৯২৮ জন। একই সময়ে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৩০২ জন। আগের দিন দৈনিক মৃত্যুর এ সংখ্যা ছিল ৩২৫ জন।
এমকেআর/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন খোদ ইসরায়েলই
- ২ বাংলাদেশি কি না যাচাইয়ে ‘মোবাইল দিয়ে স্ক্যান’, বিতর্কে উত্তর প্রদেশ পুলিশ
- ৩ পশ্চিমবঙ্গের মেলায় বাংলাদেশি বই বিক্রিতে হিন্দু সংগঠনের বাধা-বিক্ষোভ
- ৪ তিন ক্যাটাগরির পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- ৫ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি