ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আট যুবকের কারাদণ্ড
ইরানের এক আদালত আট যুবককে সবমিলিয়ে ১২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ায় তাদের এ সাজা দেওয়া হয়েছে। আজ সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।
সাজাপ্রাপ্তদের নাম উল্লেখ না করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দেশের নিরাপত্তা বাহিনী, ধর্মীয় মূল্যবোধ এবং ইরানি নেতাদের বিরুদ্ধে প্রচারণা চালানোর অপরাধে তাদের এই সাজা দেওয়া হয়েছে। তারা তেহরান, ইয়াজদ, সিরাজ, আবাদান ও কিরমানের বাসিন্দা। যুবকদের প্রত্যেককে ১১ থেকে ২১ বছর অব্দি কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে তারা এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
ইরানি কর্তৃপক্ষ টুইটার ও ফেসবুকসহ সে দেশের সামাজিক নেটওয়ার্কগুলো নিয়মিত পর্যবেক্ষণ করে থাকেন। সেখানে কোনো ধরনের অনৈসলামিক তৎপরতা চালাতে দেওয়া হয় না।এর আগেও ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে গত মে মাসে আটজনকে সাত থেকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার সন্দেহভাজনরা ভারতীয়-অস্ট্রেলীয় নাগরিক?
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে উদযাপিত হলো মহান বিজয় দিবস
- ৩ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার আগ মুহূর্তে আটক হলেন ভারতীয় বংশোদ্ভূত নারী
- ৪ ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প
- ৫ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়লো ৫৮ লাখ নাম