২২ বছরে দ. কোরিয়ায় কর্মসংস্থান বাড়ার রেকর্ড
চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় বেকারত্বের হার ব্যাপকভাবে কমেছে। এসময় ২২ বছরের মধ্যে সর্বোচ্চ গতিতে কর্মসংস্থান বেড়েছে দেশটিতে। সরকারের আর্থিক পদক্ষেপের ফলে এমন চিত্র দেখা গেছে দেশটিতে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় বেকারত্বের হার জানুয়ারিতে তিন দশমিক ছয় শতাংশে নেমে আসে। ডিসেম্বরে এই হার ছিল তিন দশমিক আট শতাংশে। ২০২০ সালের মার্চের পর দেশটিতে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে ১১ লাখ ৩৫ হাজার।
করোনা মহামারি শুরুর পর টানা ১২ মাস কর্মসংস্থান কমে যায় দেশটিতে। যা ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। সবচেয়ে খারাপ অবস্থা দেখা যায় গত বছরের জানুয়ারিতে। এসময় দুই দশকের মধ্যে বেশি গতিতে কর্মরত লোকের সংখ্যা কমে যায়। এর অন্যতম কারণ ছিল শ্রমবাজারের ওপর করোনার প্রকোপ।
তবে হঠাৎ দেশটির চাকরির বাজার ঘুরে দাঁড়ায় নতুন বছরে অর্থাৎ ২০২২ সালে। সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয় স্বাস্থ্য ও সামাজিক সেবাখাতে। প্রায় দুই লাখ কর্মসংস্থান হয় এ খাতে। আবাসন সুবিধা, রেস্তোরাঁ, পরিবহন ও গুদামগুলোতে সম্মিলিতভাবে দুই লাখ ৪৯ হাজার কর্মসংস্থান তৈরি হয়।
তবে এখনো দেশটিতে করোনা বিধিনিষেধ কার্যকর রয়েছে। করোনা নতুন ধরনের প্রকোপ ও ভাইরাস নিয়ন্ত্রণের পদক্ষেপে দেশটির খুচরা ও পাইকারি বাজার সংকোচিত অবস্থায় রয়েছে।
এমএসএম/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ২ সম্পর্ক জোরদারে বৈঠকের সিদ্ধান্ত চীন ও দক্ষিণ কোরিয়ার
- ৩ মেয়ে নিয়ে জনসমক্ষে কিম, পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি প্রকাশ
- ৪ ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন
- ৫ লেনদেনে ক্রিপ্টোকারেন্সি বৈধ করলো তুর্কমেনিস্তান