ইকুয়েডরে ফের কারাগারে দাঙ্গা, নিহত ৪৩
ইকুয়েডরে সান্তো দোমিঙ্গো শহরের একটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় সোমবার (৯ মে) সংঘর্ষের এ ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেন, সংঘর্ষের পর থেকে একশ আটজন বন্দী এখনো পলাতক রয়েছে এবং ১১২ জনকে পুনরায় আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী, সান্তো ডোমিঙ্গোর বেলাভিস্তা কারাগারে একজন সন্ত্রাসীকে স্থানান্তর করার পর দাঙ্গা ছড়িয়ে পড়ে।

দেশটির সরকারের হিসাবে, গতবছর কারাগারে মাদক পাচারকে কেন্দ্র করে চক্রগুলোর সংঘর্ষে অন্তত ৩১৬ জন বন্দীর মৃত্যু হয়েছে।
কারা কর্তৃপক্ষ বলছে, অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দীদের এবং মাদক পাচারের রুট নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব হয়। জানা গেছে, ইকুয়েডরের কারাগারে বন্দির সংখ্যা প্রায় ৩৯ হাজার।
সূত্র: রয়টার্স
এসএনআর/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ২ সম্পর্ক জোরদারে বৈঠকের সিদ্ধান্ত চীন ও দক্ষিণ কোরিয়ার
- ৩ মেয়ে নিয়ে জনসমক্ষে কিম, পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি প্রকাশ
- ৪ ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন
- ৫ লেনদেনে ক্রিপ্টোকারেন্সি বৈধ করলো তুর্কমেনিস্তান