যুক্তরাজ্যের যে জায়গায় এখনো করোনা পৌঁছায়নি
ছবি: সংগৃহীত
করোনা মহামারিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্য। এখন পঞ্চম ঢেউয়ে প্রবেশ করতে যাচ্ছে দেশটি। তবে আশ্চর্যজনক হলেও সত্য যুক্তরাজ্যের একটি দ্বীপে এখনো করোনা ভাইরাস হানা দিতে পারেনি অর্থাৎ সেখানের একজন মানুষও করোনায় আক্রান্ত হয়নি। শুক্রবার (১ জুলাই) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্যের ওই দ্বীপটির নাম ত্রিস্তান দা কুনহা। সেখানে ২৫০ জন মানুষের বসবাস। গত দুই বছর ধরে তারা খুব স্বাভাবিকভাবে সেখানে বসবাস করছেন, নেই কোনো বিধিনিষেধ।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ওই ভূখণ্ডটি ছয় হাজার ১১৪ মাইল দূরে অবস্থিত। সাউথ আফ্রিকার কেপ টাউন থেকে জাহাজের মাধ্যমে সেখানে যাওয়া যায়।
শুরু থেকে করোনার লক্ষণ রয়েছে এমন কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি। দ্বীপে যারা বসবাস করেন তারা এ ব্যাপারে সব সময় সতর্ক থেকেছেন।
ত্রিস্তান দা কুনহে থাকা দুই যুগ্ম প্রশাসকের একজন স্টিফেন টাউনসেন্ড। তিনি বলেন, বাসিন্দারা আগের মতোই বড়দিন ও নববর্ষকে পালন করতে সক্ষম হয়েছে।
এমএসএম/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি
- ২ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ৩ সম্পর্ক জোরদারে বৈঠকের সিদ্ধান্ত চীন ও দক্ষিণ কোরিয়ার
- ৪ মেয়ে নিয়ে জনসমক্ষে কিম, পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি প্রকাশ
- ৫ ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন