কাবুলে ব্রিটিশ দূতাবাসে তালেবান হামলা, নিহত ৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে ব্রিটিশ দূতাবাসের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে তালেবান। বৃহস্পতিবারের এই হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ২০ জন। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, কাবুলের জালালাবাদ সড়কে এক মোটরসাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলা করে। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
হামলার বিষয়টি আলজাজিরাকে নিশ্চিত করেছে কাবুলে অবস্থিত ব্রিটিশ দূতাবাস। দূতাবাসের একটি গাড়ি এই হামলার শিকার হয়েছে উল্লেখ করে দূতাবাসটি বলেছে, তাদের কোনো কূটনীতিক এই হামলায় মারা যাননি। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালেবান ও এর সমর্থক জঙ্গী সংগঠনগুলোর বিরুদ্ধে দীর্ঘ ১৩ বছরের যুদ্ধ শেষে বিদেশি সেনাদের সিংহভাগই যখন চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করছে, ঠিক সে সময়ই এ ধরনের বোমা হামলার ঘটনা বাড়ছে কাবুলসহ পুরো আফগানিস্তানে।
ন্যাটো বাহিনীর অনুপস্থিতিতে আফগানিস্তান যে চরম বিশৃঙ্খলার মুখোমুখি হবে এসব হামলা তারই পূর্বাভাস দিচ্ছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
অথচ আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আশররাফ গনি সেপ্টেম্বরে নির্বাচিত হওয়ার পর বলেছিলেন, দেশে শান্তি চান তিনি। এজন্য শান্তি আলোচনায় বসার জন্য তালেবানদেরও আহবান জানান গনি।