হবু বউ ফেলের প্রতিশোধ নিতে স্কুলে আগুন বরের
ফাইল ছবি
হবু বউ পরীক্ষায় ফেল করায় মিশরের এক যুবকের বিরুদ্ধে স্কুলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই যুবককে আটকের পর কারাগারেও পাঠানো হয়েছে। শনিবার (২৭ আগস্ট) পুলিশের বরাত দিয়ে ন্যাশনাল নিউজ এ তথ্য জানায়।
জানা গেছে, ২১ বছর বয়সী ওই যুবক স্কুলের কন্ট্রোলরুমে আগুন লাগিয়ে দেন। তিনি এর আগে জানতে পারেন যে এ বছরের পরীক্ষায় তার নববধূ পাস করেনি।
ঘারবিয়া গভর্নরেট পুলিশ জানিয়েছে, ওই যুবককে চার দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।
মিশরের প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, মিশরের রাজধানী কায়রোর উত্তরে মেনোফিয়া প্রদেশ থেকে তাকে আটক করা হয়েছে।
তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
আটকের পর প্রাথমিকভাবে ওই যুবক স্বীকার করেছেন যে তার বিয়ে স্থগিত করতে হবে কারণ তার বাগদত্তাকে সম্ভবত এবছর পরীক্ষায় ফেল করার কারণে আরও একবছর পর পরীক্ষা দিতে হবে। ফলে তার একাডেমিক শিক্ষার আরও একবছর নষ্ট হবে।
ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হলেও স্কুলের অধ্যক্ষের কার্যালয় ও কেন্দ্রীয় প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসিকিউশনের বিবৃতি অনুযায়ী, কিছু শিক্ষার্থীর নথিও নষ্ট হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যান ওই যুবক। পরে তাকে আটক করে পুলিশ।
পরিস্থিতি আসলে কি ছিল সেটি তদন্ত না হওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে ওই যুবককে।
সূত্র: এনডিটিভি, রিউমার স্ক্যানার বাংলাদেশ
/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ট্রাম্পের সঙ্গে কথা চালিয়ে যান: মাদুরোকে এরদোয়ান
- ২ কলকাতার সায়েন্স সিটিতে শুরু হলো ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার
- ৩ ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৯০০ ছাড়ালো
- ৪ কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, বাড়ছে পদত্যাগের দাবি
- ৫ যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্ত এলাকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প