আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৩২
আফগানিস্তানে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলা অব্যাহত রেখেছে তালেবান। নতুন করে এই ধরনের হামলায় সেনা ও তালেবান যোদ্ধাসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে নিয়োজিত নিজস্ব সংবাদদাতা ও আফগান প্রশাসন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে শনিবার এ খবর দিয়েছে আলজাজিরা। খবরে বলা হয়, একটি আফগান সেনাক্যাম্পে তালেবানের হামলায় অন্তত ৬ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও সাত সেনা।
এই সেনাক্যাম্পটি গত মাসে আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ন্যাটোবাহিনী। শোরাবাক নামের আরেক সেনাক্যাম্পের কাছে নিরাপত্তাবাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘের্ষ অন্তত ২৬ জন নিহত হয়েছে। আফগান প্রশাসন বলেছে, নিহতরা সবাই তালেবান সদস্য।
তবে শোরাবাক সেনাক্যাম্পের সংঘর্ষে ‘আট সেনা নিহত হয়েছে’ বলেও জানান আলজাজিরার নিজস্ব সংবাদদাতা। এ সব হামলা ও হতাহতের ঘটনা শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকালের মধ্যে ঘটেছে বলে খবরে উল্লেখ করা হয়।