জার্মানিতে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা
জার্মানির দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ৪ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে শতাধিক যাত্রী।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যে যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। মিউনিখ শহর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাড অ্যাইবলিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংঘর্ষে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। এছাড়া ট্রেনের বগি উল্টে গেছে। ট্রেনের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। এছাড়া ঘটনাস্থলের পাশে আটটি উদ্ধারকারী হেলিকপ্টার রাখা হয়েছে। 
বাভারিয়া পুলিশের মুখপাত্র স্টেফান সনট্যাগ দ্য গার্ডিয়ানকে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের বগি উল্টে যাওয়ায় হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘বায়রন’ ঝড়ে বিপর্যস্ত গাজা, ২৪ ঘণ্টায় শিশুসহ নিহত ১০
- ২ তুর্কমেনিস্তানে একত্রিত রাশিয়া, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টরা
- ৩ দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- ৪ ভেনেজুয়েলার সরবরাহ নিয়ে উদ্বেগে বিশ্ববাজারে তেলের দাম বাড়লো
- ৫ মাদুরোর ৩ ভাতিজা ও ৬ শিপিং কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা