ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরাকে বিমান হামলায় নিহত ১৭

প্রকাশিত: ০৯:২৮ এএম, ৩০ নভেম্বর ২০১৪

ইরাকে আইএস (ইসলামিক স্টেট) নিয়ন্ত্রিত এলাকাগুলোতে শনিবার চালানো বিমান হামলায় দুই ভাই নিহত হয়েছে। তাদের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে গিয়ে আরও ১৫ জন নিহতের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াথরিবে এক আইএস সদস্যের বাড়ি লক্ষ্য করে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে চালানো হামলায় আলবু হিশমা গোত্রের সদস্য দুই ভাই নিহত হয়। ভুলক্রমে ওই লোকদের ওপর হামলা চালানো হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত দুই ভাইয়ের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে গেলে একই গোত্রের বাসিন্দাদের ওপর আরেকটি বিমান হামলার ঘটনা ঘটে। এর ফলে আরও ১৫ জন নিহত হয়।