চীনে প্রথম জিকা ভাইরাস শনাক্ত
চীনে প্রথমবারের মতো জিকা ভাইরাসে সংক্রমিত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। সম্প্রতি লাতিন আমেরিকা ঘুরে দেশে ফেরার পর তার শরীরে এ ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। বুধবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজের এক প্রতিবদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন জানিয়েছে, পূর্বাঞ্চল জিয়াংজি প্রদেশের গানজিয়ান কাউন্টিতে ওই ব্যক্তির বাড়ি। শহরের একটি হাসপাতালে ওই ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে। সংক্রমিত ব্যক্তি সম্প্রতি ভেনেজুয়েলায় গিয়েছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে চীন বলছে, ঠান্ডার কারণে দেশে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তেমন নেই।
ব্রাজিলে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। গর্ভবর্তী নারীরা এ রোগে আক্রান্ত হলে মাইক্রোসেফালিসহ শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। শিশুর মাথা অস্বাভাবিকভাবে ছোট হয় এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলোকে নারীদের জন্ম নিয়ন্ত্রণ ও গর্ভপাতের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে। চিকিৎসকেরা এরই মাঝে সদ্যোজাত শিশু কিংবা মায়ের দেহে জিকা ভাইরাসের সংক্রমণ রয়েছে এমন ১৭ ঘটনা শনাক্ত করেছেন।
এখন পর্যন্ত এ রোগের কোনো প্রতিষেধকও নেই। আক্রান্তদের ৮০ ভাগের মধ্যেই কোনো উপসর্গ দেখা যায় না। আক্রান্ত ব্যক্তি জ্বরসহ সামান্য অসুস্থতা বোধ করেন। শরীরে ফুসকুড়ি ওঠে এবং চোখ লাল হয়ে যায়। জিকা ভাইরাসের সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতেই বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এসআইএস/আরআইপি