সিরিয়া পুনর্দখলে বাশারের অঙ্গীকার
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পুরো সিরিয়া পুর্নদখল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছেন। প্রেসিডেন্ট আসাদ এক স্বাক্ষাতকারে এ কথা বলেন। খবর বিবিসির।
তবে আসাদ স্বীকার করেছেন, তার বিরোধীদের পুরোপুরি পরাস্ত করতে অনেক সময় লাগতে পারে। সিরিয়া নিয়ে যে শান্তি আলোচনা ডাকা হবে সেই প্রক্রিয়ার মধ্যেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
এদিকে, বেশ কয়েক মাস আগেও প্রেসিডেন্ট আসাদের বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল অবস্থানে ছিল। কিন্তু রুশ জঙ্গী বিমানগুলো সরকারি বাহিনীর সমর্থনে বিদ্রোহীদের অবস্থানের ওপর হামলা চালাতে শুরু করার পর যুদ্ধের মোড় ঘুরে যায়।
এরপর সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে অনেক জায়গা দখল করে নিয়েছে।
এসআইএস/এমএস