পালিয়ে যাওয়া কিং কোবরা নিজেই ফিরলো ঘরে
ফাইল ছবি
সুইডেনের একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় সাত ফুট দৈর্ঘ্যের এক কিং কোবরা। কিন্তু পালিয়ে যাওয়ার পর নিজেই ফিরেছে স্বস্থানে। সাপটি নিজের স্থানে ফেরায় কর্তৃপক্ষের মধ্যেও স্বস্তি ফিরেছে।
স্ক্যানসেন অ্যাকোয়ারিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাস ওয়াহলস্ট্রম সুইডিশ সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা কোবরাটির নাম দিয়েছিলাম হাউডিনি। তবে এটি বেশ কয়েকদিন ধরে অদৃশ্য থাকার পর আবার টেরারিয়ামে (সাপ যেখানে রাখা হয়) ফিরে এসেছে।
জানা গেছে, বিষধর এই সাপটির অফিসিয়াল নাম স্যার ভাস। ২২ অক্টোবর অ্যাকোয়ারিয়ামে কাঁচের ঘেরের ওপরে থাকা একটি আলোক যন্ত্রের মাধ্যমে পালিয়ে যায়। অ্যাকোরিয়ামটি চিড়িয়াখানারই একটি অংশ।
ভয়ঙ্কর এই সাপটি হারিয়া যাওয়ার পর এক্সরে-মেশিন দিয়ে খোঁজা হয়। তবে হাউডিনি পাশেই দুই দেওয়ালের মাঝখানে একটি আবদ্ধ জায়গায় ছিল।
সাপটি যেখানে লুকিয়ে ছিল সেখানের দেওয়ালে গর্ত তৈরি করা হয়েছিল। কিন্তু এক্স-রে ক্যামেরায়ও এটিকে দেখা যায়নি। পরে অবশ্য নিজের ইচ্ছাতেই টেরারিয়ামের মধ্যে ফিরে আসে কোবারাটি।
সেখানের কর্তৃপক্ষ জানিয়েছে, সাপটি যদি সেখান থেকে বেরিয়ে যেতো তাহলে ঠাণ্ডা আবহাওয়ায় বেঁচে থাকতে পারতো না।
কিং কোবরা মূলত ভয়ঙ্কর বিষধর। এটি লম্বায় ১৮ ফুট পর্যন্ত হয়ে থাকে। এগুলো ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে পাওয়া যায়।
সূত্র: খালিজ টাইমস
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জানুয়ারি ২০২৬
- ২ বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজিয়েও নোবেল শান্তি পুরস্কার চান ট্রাম্প
- ৩ ইরানে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করলো বিপ্লবী গার্ডস
- ৪ ভারতে গোবর-গোমূত্রে ক্যানসার নিরাময়ের চিন্তা, গবেষণার আগেই গায়েব প্রকল্পের টাকা
- ৫ ইরানে ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী