সিরিয়ায় হাসপাতালে রকেট হামলায় নিহত ১৯
সিরিয়ার উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেডিসিনস সান ফ্রন্টিয়ারস (এমএসএফ) এর দুটি হাসপাতালে পৃথক রকেট ও বিমান হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। সোমবারের এ হামলায় আহত হয়েছে আরো অন্তত কয়েক ডজন। খবর আলজাজিরা ও বিবিসির।
বিদ্রোহী নিয়ন্ত্রিত স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলেপ্পা প্রদেশের আজাজ শহরে বিমান ও রকেট হামলায় এমএসএফ`র একটি হাসপাতাল ধ্বংস হয়েছে। এতে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছে আরো ৩০ জন।
গণমাধ্যম শাখার প্রধান আবু তাহের আল-আল হালাবি আলজাজিরাকে বলেন, হামলায় ওই অঞ্চলে মানবিক সহায়তায় ব্যবহৃত একটি মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার যুদ্ধ বিমান থেকে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে মেডিসিনস সান ফ্রন্টিয়ারসের একটি হাসপাতাল বিমান হামলায় ধ্বংস হয়েছে। মারাত আল নোমানের ওই হাসপাতালে হামলায় এমএসএফের ৯ কর্মী নিখোঁজ রয়েছে। তবে এ হামলার জন্য কারা দায়ী সেবিষয়ে কিছু বলা হয়নি।
হাসপাতালে এমন এক সময় হামলা চালানো হলো যখন সিরিয়ার অস্থিতিশীলতা নিয়ে বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ অন্তত ১২টি দেশের শান্তি আলোচনা চলছে। সিরিয়ায় গত সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে।
এসআইএস/আরআইপি