ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কেনিয়ায় পৃথক হামলায় নিহত ৩৭

প্রকাশিত: ০৭:১৫ এএম, ০২ ডিসেম্বর ২০১৪

কেনিয়ায় পৃথক দুটি হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ওয়াজির শহরের একটি নাইট ক্লাবে সোমবার রাতে এবং ম্যান্ডেরা শহরের একটি পাথর কারখানায় মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

ম্যান্ডেরা শহরের বাইরে একটি পাথর কারখানায় মঙ্গলবার ভোরে মুসলিম ও অমুসলিমদের আলাদা করার পর গুলি করে ৩৬ জনকে হত্যা করা হয়। নিহতরা ওই খনিতে কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবারের হামলার ঘটনা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে গত ২০ নভেম্বর এক হামলায় অন্তত ২৮ অমুসলিম নিহত হয়। সোমালিয়াভিত্তিক সশস্ত্র গ্রুপ আল শাবাব ওই হামলার দায় স্বীকার করে। তবে মঙ্গলবারের হামলার ব্যাপারে এখনও কেউ দায় স্বীকার করেনি।

অন্যদিকে, সোমবার রাতে ওয়াজির শহরের একটি নাইট ক্লাবে বন্দুকধারীরা হামলা চালালে অন্তত একজন নিহত ও ১২ জন আহত হয়।