কলকাতায় মিষ্টি দিয়ে মেসি-রোনালদোর প্রতিকৃতি
ধৃমল দত্ত: কলকাতা সংবাদদাতা
সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয়েও মেক্সিকোর বিরুদ্ধে জ্বলে উঠলো আর্জেন্টিনা। পোল্যান্ডের কাছে সৌদি পড়াজিত হওয়ায় চাপ বেড়ে যায় আর্জেন্টিনার ওপর। তাই মেক্সিকোর বিরুদ্ধে জেতা ছাড়া অন্য কোনো উপায় ছিল না মেসিদের।
মেক্সিকোর কাছে হারলেই ২০২২ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতো লিওনেল মেসিদের। কিন্তু বাঁচা-মরার ম্যাচে জ্বলে উঠেছে আর্জেন্টিনা। এদিন গোল করেছেন মেসি। তাছাড়া দ্বিতীয় গোলেও ছিল তার অবদান।
২-০ গোলের ব্যবধানে মেক্সিকোকে পরাজিত করলেন ল্যাটিন আমেরিকার এই দেশটি। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় ঝলসে উঠে মেসির বাঁ-পা। মেসি মনে করিয়ে দিলেন ১৯৯৪ সালের গ্রুপ লীগে গ্রীসের বিরুদ্ধে করা ম্যারাদোনার সেই বাঁ পায়ের গোলের কথা।
আর এই জয়েই কলকাতায় মেসি ভক্তদের উল্লাসের যেনো শেষ নেই। কলকাতার এক মেসি ভক্ত মিষ্টি ব্যবসায়ী আর্জেন্টিনার জয়ে ফিফা ওয়ার্ল্ড কাপের আদলে তৈরি করলেন নলেন গুড়ের মিষ্টি।
শুধু ওয়ার্ল্ড কাপের মিষ্টি করে থেমে থাকেনি এই ব্যবসায়ী। যেহেতু মেসি ভক্ত তাই বিশ্বকাপের সঙ্গে তৈরি করে ফেললেন মেসির প্রতিকৃত মিষ্টি। পাশাপাশি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিকৃতিও বানিয়েছেন তিনি।
এতে কলকাতার মেসির ফ্যান ক্লাবের ভক্তরা খুশিতে উল্লাসিত হয়ে পড়েছে। মেক্সিকোর সঙ্গে এই ম্যাচ দেখার পর থেকেই কলকাতায় মেসি ভক্তদের আত্মবিশ্বাস এবারের ফিফা বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি
- ২ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ৩ সম্পর্ক জোরদারে বৈঠকের সিদ্ধান্ত চীন ও দক্ষিণ কোরিয়ার
- ৪ মেয়ে নিয়ে জনসমক্ষে কিম, পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি প্রকাশ
- ৫ ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন