নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১০
নাইজেরিয়ায় জোড়া বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবার বর্নো রাজ্যের রাজধানী মেইদগুরির একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ আগে একই জায়গায় দুই নারী আত্মঘাতী বোমা হামলা চালায়। ওই ঘটনায় ৪৫ জন নিহত হন। সোমবারের হামলাও এক নারী ঘটিয়েছে বলে জানান তারা।
প্রসঙ্গত, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় এ হামলাটির ঘটনা ঘটল। এর আগে সোমবার সকালে ইওবি রাজ্যের দামাত্রু শহরের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় হতাহতের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
আহমদ সানুসি নামের এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, মধ্যবয়সী এক নারী মার্কেটের একটি মুরগীর দোকানের কাছে আসে। তখন পাশে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। উভয়পক্ষের কথার মাঝে বেশকিছু লোক জড়ো হয়। এ সময় বোমার বিস্ফোরণ ঘটায় ওই নারী।
বিস্ফোরণে হতাহতের পাশাপাশি মার্কেটের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। - আলজাজিরা