জাঠ বিক্ষোভে উত্তাল হরিয়ানায় নিহত ১০
ভারতের হরিয়ানায় নিম্নবর্গ জাঠ সম্প্রদায়ের চলমান সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দেড় শতাধিক। চাকরি ক্ষেত্রে অন্যান্য সম্প্রদায়ের ন্যায় সুযোগ সুবিধা ও কোটার দাবিতে জাঠদের এ আন্দোলন রোববার সপ্তম দিনে পৌঁছেছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিওয়ানি ও সোনিপাত জেলায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ দুটি জেলার অন্তত দুটি পুলিশ চৌকি, বিভিন্ন দোকান-পাট, এটিএম বুথে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
রাজ্য পুলিশের প্রধান ওয়াইপি সিং জানান, শনিবার রাত থেকে রোহতক, ভিওয়ানি ও ঝাজর জেলায় সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সহিংসতায় ১০ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে। তবে শনিবার রাত থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
জাঠদের চলমান আন্দোলনের ফলে তীব্র পানি সঙ্কট দেখা দিয়েছে রাজধানী দিল্লিতে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার ঘোষণা দিয়েছেন, দিল্লিতে ব্যবহারের জন্য আর পানি অবশিষ্ট নেই এবং এ সঙ্কট অন্তত আরো দুই দিন চলবে। সোমবার পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এনডিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাঠদের বিক্ষোভে উত্তাল হরিয়ানার রোহতক, ভিওয়ানি, সোনেপাত, ঝাজর, হিসার ও হানসি জেলায় কারফিউ অব্যাহত রয়েছে। জাঠ বিক্ষোভে হরিয়ানার রেল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সাত শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে; বিক্ষোভের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত সাতটি স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
হরিয়ানায় ১৭ শ প্যারা মিলিটারি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সশস্ত্র পুলিশ সদস্য সহ রাজ্যে অতিরিক্ত পাঁচ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও চাকরির ক্ষেত্রে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায় কোটার দাবিতে গত শুক্রবার থেকে হরিয়ানায় বিক্ষোভ শুরু করে জাঠ সম্প্রদায়ের লোকজন। বিজেপি সরকার বলছে, জাঠদের দাবিকে বিবেচনা করা যেতে পারে; তবে বিক্ষোভ চলমান থাকলে সরকার অালোচনায় বসবে না।
এসআইএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মিশরের সঙ্গে ৩ হাজার ৫০০ কোটি ডলারের চুক্তির ঘোষণা ইসরায়েলের
- ২ ভাড়ার টাকা চাইতে গিয়ে বাড়িওয়ালা খুন, গৃহকর্মীর বুদ্ধিতে ধরা ভাড়াটিয়া
- ৩ রুশ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
- ৪ ইসরায়েলের নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন গাজা শান্তিচুক্তিকে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে: কাতার
- ৫ মিয়ানমারে নির্বাচনের আগে শত শত মামলা, বিরোধীদের চাপে রাখার চেষ্টায় জান্তা