ইয়েমেনে রাষ্ট্রদূতের বাসভবনে বোমা হামলা, নিহত ৩
ইয়েমেনের রাজধানী সানায় ইরানের রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে বোমা হামলায় অন্তত ৩ ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। বুধবার সকালে এ হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ বোমা হামলার লক্ষ্য ইরানি রাষ্ট্রদূতের বাসভবন ছিল।
অসমর্থিত সূত্র থেকে বলা হয়েছে, রাষ্ট্রদূত হোসাইন নিকনাম হামলার সময় বাসভবনে ছিলেন না। সোমবার নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
মাঝে মাঝেই ইয়েমেনে সন্ত্রাসী হামলা চালানোসহ আনসারুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠী।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইংলিশ চ্যানেল দিয়ে একদিনে ৩১৭ অভিবাসীর যুক্তরাজ্যে প্রবেশ
- ২ ‘মৃত্যুশয্যায়’ বৈশ্বিক সহযোগিতা: জাতিসংঘ মহাসচিব
- ৩ খামেনির ওপর হামলা পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণার শামিল: ইরানের হুঁশিয়ারি
- ৪ ‘রুশ হুমকি’ মোকাবিলায় গ্রিনল্যান্ডের মালিকানা পেতে মরিয়া ট্রাম্প
- ৫ গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা জারি