আফগানিস্তানে ৭০ তালেবান নিহত
আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭০ তালেবান নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে সেনা অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত ৩৭ তালেবান গেরিলা। এ সময় ২১টি বোমা নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছে তারা। এছাড়া রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাত সেনা প্রাণ হারিয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি প্রদেশে অভিযান চালিয়েছে পুলিশ বাহিনী। এর ফলে ৩৩ তালেবান গেরিলা প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ছয় জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানান, পুলিশের অভিযানের সময় তালেবানের বেশ কিছু অস্ত্র ও বোমা উদ্ধার করা সম্ভব হয়েছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘জেলেনস্কির প্রতি ইউরোপীয় নেতাদের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে’
- ২ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত গাজার জনজীবন, ভবন ধসে নারীর মৃত্যু
- ৩ ভিসাকেন্দ্র বন্ধ, ধুঁকছেন কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীরা
- ৪ ইসরায়েলের স্বীকৃতি নিয়ে ২১ আরব-আফ্রিকান দেশের নিন্দা-প্রত্যাখ্যান
- ৫ হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার ৯, জব্দ ৮ মিলিয়ন ইউরো