বায়ুদূষণে চীনকে ছাড়িয়ে গেছে ভারত
সবচেয়ে বেশি বায়ুদূষণ ভারতে হচ্ছে। এক্ষেত্রে চীনকে ছাড়িয়ে গেছে দেশটি। ২০১৫ সালে ভারতে বায়ুদূষণের রেকর্ড অন্যান্য দেশের চেয়ে বেশি ছিল। নাসার উপগ্রহ থেকে নেওয়া ছবি এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গ্রিনপিস ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গ্রিনপিস বলছে, বায়ুদূষণ প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নেওয়ায় প্রতিবছর চীনের পরিস্থিতির উন্নতি হচ্ছে। অন্যদিকে, ভারতে গত এক দশক ধরে বায়ুদূষণ রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি নগরীর মধ্যে ১৩টিই ভারতে।
গ্রিনপিস আরো বলছে, ভারতে দূষণ নির্ণয়ের জন্য ৩৯টি কার্যকর কেন্দ্র রয়েছে। কিন্তু চীনে রয়েছে দেড় হাজার। গত দশকে ভারতে বায়ুদূষণের মাত্রা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৫ সাল পর্যন্ত উপগ্রহ থেকে নেওয়া ছবিতে দেখা যায়, ভারতে বায়ুদূষণের মাত্রা মারাত্মক হলেও তা চীনের পূর্বাঞ্চলের চেয়ে কম ছিল। তবে ২০১৫ সালের ছবিতে দেখা যায়, ভারতের দূষণের মাত্রা চীনের চেয়ে অনেক বেশি।
এসআইএস/এবিএস