ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হামলার হুমকি উত্তর কোরিয়ার

প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশ দুটিকে সতর্ক করে পিয়ংইয়ং বলেছে, কোনো রকম সশস্ত্র উস্কানি দেয়া হলে মার্কিন মূল ভূখণ্ডে হামলা চালানো হবে। একই সঙ্গে হাজার গুণ বেশি প্রতিশোধ নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার সুপ্রিম কমান্ড অফ দ্যা কোরিয়ান পিপলস আর্মি এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার বাহিনী হামলা চালাবে বলে সামান্য আভাস পাওয়া গেলে পিয়ংইয়ংয়ের সেনারা আগাম হামলা করবে। পিয়ংইয়ংয়ের হামলার প্রথম লক্ষ্য হবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন `ব্লু হাউস`। এ ছাড়া, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকা ও আমেরিকার মূল ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ে আঘাত হানা হবে।

আগামী ৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ায় আগাম হামলার মহড়া চালাবে বলে খবর প্রচারিত হওয়ার পর এ বিবৃতি দিয়েছে পিয়ংইয়ং। ‘কি রিজলভ` বা `ফোল ঈগল’ নামের এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার ৯০ হাজার এবং আমেরিকার ১৫ হাজার সেনা অংশ নেবে। ২০০৮ সাল থেকে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া প্রতিবছর বার্ষিক এ মহড়া চালিয়ে আসছে।

এসআইএস/আরআইপি