আফগান শরণার্থীদের ফেরত পাঠালো জার্মানি
আফগানিস্তানের ১২৫ শরণার্থীকে ফেরত পাঠিয়েছে জার্মানি। বুধবার তাদের একটি বিশেষ ফ্লাইটে পাঠানো হয়। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
জার্মানিতে আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আফগানরা। গতবছর জার্মানিতে সবচেয়ে বেশি হারে পাড়ি জমানো সিরীয় শরণার্থীদের পরই আছে আফগানরা।
জার্মান কর্মকর্তারা বলছেন, শরণার্থীরা সবাই স্বেচ্ছায় জার্মানি ছেড়ে গেছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১২৫ জন আফগান শরণার্থীর কাবুলে পৌঁছার খবর নিশ্চিত করে বলেছে, তাদেরকে কিছু অর্থ সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে এ অর্থ তাদের কাজে আসবে এবং আফগানিস্তান পুনর্গঠনেও তা অবদান রাখবে।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকার বোঝাতে চাইছে যে, আমরা শরণার্থীর বোঝা কমাতে চাইছি। জার্মানিতে শরণার্থীর সংখ্যার দিক দিয়ে সিরিয়ার পরই আফগানিস্তানের অবস্থান।
জার্মানিতে শরণার্থীর ঢল কমানোর চেষ্টায় সরকার যুদ্ধবিধ্বস্ত মধ্য এশিয়ার দেশগুলোর লোকজনদেরকে তাদের নিজ দেশেই থাকার জন্য উৎসাহিত করছে।
জেএইচ/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য বস্তা-বাক্স ভরে আসছে টাকা
- ২ নেটফ্লিক্সকে টপকে অবিশ্বাস্য দাম হাঁকালো প্যারামাউন্ট-স্কাইড্যান্স
- ৩ নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
- ৪ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ৫ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ