যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কানসাসের হেসটনে এ ঘটনা ঘটেছে। এছাড়া অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, সন্দেহভাজন বন্দুকধারী অঙ্গরাজ্যের হার্ভে কাউন্টির হেসটন শহরের ঘাসকাটার যন্ত্র তৈরির একটি কারখানায় কাজ করতেন। এক্সেল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায় বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্দুকধারীও নিহত হন।
পুলিশ কর্মকর্তা টি ওয়ালটন বলেন, বন্দুকধারী কোনো ধরনের বাছবিচার ছাড়া এলোপাতাড়ি গুলি ছুড়েছে। তবে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা নেই।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলের ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান হামাসের
- ২ নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচনের আয়োজন করতে চান জেলেনস্কি
- ৩ ইমরান খানের দেখা না পেয়ে কারাগারের বাইরে বসে রইলেন বোন
- ৪ রাশিয়ায় সামরিক প্লেন বিধ্বস্ত, আরোহীদের ভাগ্য এখনো অজানা
- ৫ ইন্দোনেশিয়ায় অফিস ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জনের মৃত্যু