ইরানে ভোটগ্রহণ শুরু : প্রেসিডেন্ট রুহানির পরীক্ষা
ইরানের পার্লামেন্ট মজলিসে শূরার সদস্য ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ভোটে দেশটির পাঁচ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ নির্বাচনকে প্রেসিডেন্ট হাসান রুহানির জন্য নতুন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
২৯০ আসনবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচনের পাশাপাশি ৮৮ আসনবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদ নির্বাচিত করবেন ভোটাররা। সংসদ নির্বাচনে ৬ হাজার ২২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন পাঁচশ ৮৬ জন। অন্যদিকে বিশেষজ্ঞ পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬১ প্রার্থী।
দেশটির ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের এক মাস পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পূর্ববতী জরিপে দেখা যাচ্ছে, চার বছর আগে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ভোটের হারের চেয়ে এবারের নির্বাচনে বেশি ভোট পড়তে পারে। তবে তা ২০১৩ সালে প্রেসিডেন্ট রুহানি নির্বাচিত হওয়ার সময় যে ভোট পড়েছিল তার চেয়ে কম হবে।
স্থানীয় সময় সকাল ৮টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধা ৬টা পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি বেশি হলে ভোট দেয়ার সময় বাড়ানো হতে পারে। প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে জনগণকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই মুহূর্তে ভোট অত্যন্ত জরুরি।
দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৭৬) বিভিন্ন শরীরিক সমস্যায় ভূগছেন। ভোটে নির্বাচিত বিশেষজ্ঞ পরিষদের ৮৮ সদস্য সর্বোচ্চ এই পদের শূন্যতা সাপেক্ষে পরবর্তী নেতা নির্বাচন করবেন।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ঘুস নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করলো চীন
- ২ ট্রাম্পের শান্তিচুক্তি ভেঙে আবার কেন সংঘাতে জড়ালো থাইল্যান্ড–কম্বোডিয়া?
- ৩ যুক্তরাষ্ট্রে এক বছরে ৮৫ হাজার ভিসা বাতিল, চাপে শিক্ষার্থীরাও
- ৪ জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর শক্তিশালী আফটারশকের আশঙ্কা
- ৫ বিজয় দিবস উপলক্ষে ভারতে ২০ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ