সোমালিয়ায় হোটেলে হামলায় নিহত ৯
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। সোমালি ইয়ুথ লিগ নামের ওই হোটেলের সামনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানোর পর হামলাকারীরা সেখানে প্রবেশ করে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলে হামলার পাশাপাশি দেশটির পিস গার্ডেন নামে জনপ্রিয় একটি পার্কেও বিস্ফোরণ হয়েছে। পুলিশ বলছে, চার জঙ্গি গুলিতে নিহত হওয়ার পর হামলা বন্ধ হয়েছে।
জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী আল-শাবাব সোমালিয়া ও কেনিয়ায় সশস্ত্র হামলা চালিয়ে আসছে। শুক্রবার সন্ধায় ওই হোটেলে হামলার পর গোলাগুলির শব্দ শোনা গেছে বলে বিবিসির সংবাদদাতা ইব্রাহিম এডেন জানান।
তিনি বলেন, প্রথম গাড়ি বোমা বিস্ফোরণের ৪০ মিনিট পর একই ধরনের আরেকটি বিস্ফোরণ হয়েছে। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব ওই হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে বিবিসিকে জানিয়েছে।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য বস্তা-বাক্স ভরে আসছে টাকা
- ২ নেটফ্লিক্সকে টপকে অবিশ্বাস্য দাম হাঁকালো প্যারামাউন্ট-স্কাইড্যান্স
- ৩ নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
- ৪ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ৫ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ