পাঁচ বছরে জাপানের জনসংখ্যা কমেছে দশ লাখ
জনসংখ্যা বিশেষজ্ঞরা বহুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করছিলেন যে জাপানের জনসংখ্যা কমবে। এর কারণ দেশটিতে খুবই নিম্ন জন্মহার। এছাড়া জাপানে অভিবাসনের হারও খুবই কম। এবার তাদের সেই অাশঙ্কাই সত্যি হলো।
গত পাঁচ বছরে জাপানের জনসংখ্যা কমে গেছে দশ লাখ। ১৯২০ সালের পর এই প্রথম জাপানের জনসংখ্যা কমলো। গত অক্টোবরের সর্বশেষ জনশুমারি অনুযায়ী, জাপানের জনসংখ্যা এখন ১২ কোটি ৭০ লাখ। এর আগের জনশুমারির তুলনায় এটি দশমিক সাত শতাংশ কম।
বিশেষজ্ঞরা বলছেন, সামনের বছরগুলোতে জাপানে জনসংখ্যা আরও কমবে। সেই সঙ্গে বাড়বে প্রবীন মানুষের সংখ্যা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০৬০ সাল নাগাদ জাপানের মোট জনসংখ্যার চল্লিশ শতাংশই হবে ৬৫ বছর বা তার বেশি বয়সী।
জনসংখ্যা বাড়াতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। নারী পিছু জন্মহার ১ দশমিক ৪ থেকে ১ দশমিক আটে উন্নীত করতে চায় সরকার। উন্নত দেশগুলোতে জনসংখ্যা যদি স্থিতিশীল রাখতে হলে অন্তত দুই দশমিক এক জন্মহার প্রয়োজন হয়। জাপানের বর্তমান জন্মহার তারচেয়েও অনেক নিচে রয়েছে।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য বস্তা-বাক্স ভরে আসছে টাকা
- ২ নেটফ্লিক্সকে টপকে অবিশ্বাস্য দাম হাঁকালো প্যারামাউন্ট-স্কাইড্যান্স
- ৩ নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
- ৪ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ৫ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ