পরিবারের ১৪ সদস্যকে হত্যার পর অাত্মহত্যা (ভিডিও)
ভারতের মহারাষ্ট্রের এক ব্যক্তি তার পরিবারের ১৪ সদস্যকে হত্যা করেছেন। পরে ওই ব্যক্তিও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোররাতে রাজ্যের থানে জেলা কাসরওয়াদাভালি গ্রামে এ ঘটনা ঘটেছে।
সন্দেহভাজন হত্যাকারীর নাম হাসান আনোয়ার ওয়াড়েকর (৩৫)। হত্যাকাণ্ডের শিকার ১৪ জনই ওই ব্যক্তির আত্মীয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজন শিশু, ছয়জন নারী ও একজন পুরুষ রয়েছেন। নারীদের মধ্যে হাসানের স্ত্রীও রয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত একজন নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই ঘাতককে দড়িতে ঝুলন্ত অবস্থায় হাতে ছুরিসহ উদ্ধার করেছে পুলিশ।
থানে পুলিশের যুগ্ম-কমিশনার আশুতোষ ডুমরে টাইমস অব ইন্ডিয়াকে জানান, পরিবারের ১৪ সদস্যকে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য বস্তা-বাক্স ভরে আসছে টাকা
- ২ নেটফ্লিক্সকে টপকে অবিশ্বাস্য দাম হাঁকালো প্যারামাউন্ট-স্কাইড্যান্স
- ৩ নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
- ৪ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ৫ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ