সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ৩৭ হাজার ছাড়ালো
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। তুর্কি কর্তৃপক্ষের তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত ৩১ হাজার ৯৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ ও সিরীয় সরকারের তথ্য বলছে, সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি।
সিরীয়দের আকুতি: ‘আল্লাহ, মৃত্যু দাও না হয় বাড়ি ফেরাও’
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়ায় বেঁচে যাওয়া লোকদের আপাতত একটি তাঁবু-কেন্দ্রে আশ্রয় দিয়েছে তুর্কি সামরিক বাহিনী। তবে সেখানেও সিরীয়দের জন্য কষ্টের কারণ হয়ে উঠেছে জাতীয়তা। তাঁবু-কেন্দ্রের নিরাপত্তা চিন্তায় তুর্কি এবং সিরীয় নাগরিকদের আলাদাভাবে রেখেছে কর্তৃপক্ষ।
শেষ হতে চলেছে উদ্ধারপর্ব
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপ থেকে এখনও ‘অলৌকিকভাবে’ বেঁচে ফেরার খবর পাওয়া যাচ্ছে। ভয়াবহ ভূমিকম্পের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার কাজ শেষ হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে উদ্ধার কাজের সমাপ্তির ঘণ্টাধ্বনি বাজছে।
ভূমিকম্পের পর তুরস্কে সিরীয় শরণার্থীবিরোধী মনোভাব বাড়ছে
সিরীয় শরণার্থীদের বিরুদ্ধে তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চুরি ও লুটপাটের অভিযোগ তুলেছেন একাধিক স্থানীয় বাসিন্দা। তাদের দাবি, ক্ষতিগ্রস্ত গ্রাম ও শহরগুলোতে টিকে থাকা বা আংশিক ক্ষতিগ্রস্ত দোকান-বাড়িঘর থেকে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছেন শরণার্থীরা।
জার্মানিতে জ্বালিয়ে দেওয়া হলো তুরস্কের ত্রাণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি নাগরিকদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি উদ্ধারকারী দল ও ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশগুলোও। কিন্তু এর মধ্যেই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে জার্মানিতে। তুরস্কে ভূমিকম্প-দুর্গতদের জন্য জোগাড় করা বিপুল পরিমাণ ত্রাণ জ্বালিয়ে হয়েছে।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: গণতন্ত্র ফিরছে এশিয়ায়
এশিয়ায় গণতন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল সম্ভবত ১৯৮০ এবং ১৯৯০’র দশকে। ওই সময় তাইওয়ান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ায় একনায়কতন্ত্রের পতন ঘটেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার গণতন্ত্র আবারও পিছিয়ে পড়েছে। কিন্তু, সব কিছুর মধ্যেও এশিয়ায় গণতন্ত্রের আলো ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে।
বাংলাদেশে ট্রাক পাঠানো বন্ধের ডাক ভারতীয় ব্যবসায়ীদের
পশ্চিমবঙ্গের মালদহ জেলার মাহাদিপুর সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ মধ্যে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধের ডাক দিয়েছে স্থানীয় ব্যবসায়ী সংগঠন। তাদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকার পরেও মাহাদিপুর সীমান্তের কাস্টমস কর্মকর্তারা ট্রাকপ্রতি ৫০০ রুপি দাবি করেন। না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয়। এ কারণে হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশে সবধরনের পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধের ডাক দিয়েছে মাহাদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশন এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন।
কলকাতা বিমানবন্দরে বিপুল ডলারসহ তিন বাংলাদেশি আটক
পশ্চিমবঙ্গের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক করা হয়েছে তিন বাংলাদেশিকে। তাদের কাছ থেকে উদ্ধার অর্থের মূল্যমান ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ লাখ রুপি।
আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণা সংস্থা হিনডেনবার্গ রিসার্চের তোলা অভিযোগের ভিত্তিতে গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতের অর্থনৈতিক বাজার নিয়ন্ত্রক সংস্থা। শেয়ারবাজার কারসাজি এবং আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠার পর থেকে এরই মধ্যে ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি লোকসান হয়েছে ভারতীয় এ ধনকুবেরের। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ।
বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে অভিযান
ভারতের দিল্লি ও মুম্বাইয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির কর কর্মকর্তারা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে বিবিসির ওই দুই কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয়।
মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব
চলতি বছরের শেষের দিকে মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। দেশটি অতি-রক্ষণশীল ভাবমূর্তি থেকে বেরিয়ে আসার জন্য সম্প্রতি যেসব পদক্ষেপ নিয়েছে তারই অংশ হিসেবে প্রথমবারের মতো রায়ানা বারনাওয়ি নামের এক নারী নভোচারীকে মহাকাশে পাঠানো হচ্ছে।
ঝড়ে লন্ডভন্ড নিউজিল্যান্ডের উত্তরাঞ্চল, জরুরি অবস্থা ঘোষণা
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলে লন্ডভন্ড নিউজিল্যান্ডের উত্তরাঞ্চল। দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জাতীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। ঘূণিঝড় ও ভারি বৃষ্টির কারণে বন্যার কবলে বহু মানুষ। কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে বন্যাদুর্গত এলাকাগুলোতে।
কেএএ/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ২ সম্পর্ক জোরদারে বৈঠকের সিদ্ধান্ত চীন ও দক্ষিণ কোরিয়ার
- ৩ মেয়ে নিয়ে জনসমক্ষে কিম, পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি প্রকাশ
- ৪ ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন
- ৫ লেনদেনে ক্রিপ্টোকারেন্সি বৈধ করলো তুর্কমেনিস্তান