উত্তর কোরিয়া
কিমের মেয়ের নামে কেউ নাম রাখতে পারবে না
কিম জং উন ও তার মেয়ে জু আই /ছবি: সংগৃহীত
এবার কিম জং উনের ছোট মেয়ের নামে যেন দেশের কোনো মেয়ের নাম না রাখা হয় এমন নির্দেশ জারি করেছে উত্তর কোরিয়ার প্রশাসন। এমনকি, কারও যদি একই নাম থেকে থাকে, তাহলে খুব কম সময়ের মধ্যে তা পরিবর্তন করতে বলা হয়েছে।
জানা যায় নাম কিমের ছোট মেয়ের নাম, জু আয়ে। তার বয়স ৯ থেকে ১০ বছর বলে ধারণা করা হচ্ছে। খুব আদরের মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশেই সরকারকে এমন সিদ্ধান্ত নিতে বলেন কিম।
আরও পড়ুন>> ক্ষেপণাস্ত্র নেকলেস পরেন কিমের স্ত্রী
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, এরই মধ্যে স্থানীয় সরকার জু আই নামের নারীদের জন্মসনদ সংশোধনের আদেশ দিয়েছে। এমনকি, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জন্মসনদসহ সব কাগজপত্রে নাম পরিবর্তনের জন্য একই নামে নিবন্ধিত নারীদের নিরাপত্তা মন্ত্রণালয়ে ডেকে আনা হয়।
জানা যায়, জিওংজু শহরের ১২ বছর বয়সী এক বালিকার নাম ছিল জু আই। বৃহস্পতিবার তার মা-বাবাকে সন্তানে জন্মসনদ পরিবর্তন করার জন্য নিরাপত্তা মন্ত্রণালয়ে যেতে বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ফক্স নিউজ বলে, উত্তর কোরিয়া সরকার এক সপ্তাহের মধ্যে সব জন্মসনদ থেকে নামটি পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে। তাছাড়া জু আই নামটিকে এখন দেশটির ‘সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন’ ব্যক্তির জন্য সংরক্ষিত ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন>> সীমা অতিক্রম করছে যুক্তরাষ্ট্র, কিমের বোনের হুঁশিয়ারি
জু আই সম্প্রতি উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজের সময় বাবার সঙ্গে জনসম্মুখে উপস্থিত হয়েছিল। গত বছরের শেষদিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময়ও কিম জং উনের সঙ্গে দেখা যায় তাকে। ধারণা করা হচ্ছে, নিজের ছোটমেয়েকে যোগ্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন কিম।
গত বছরের নভেম্বরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের সময় প্রথমবারের মতো বিশ্ব গণমাধ্যমের নজরে আসে কিমের ছোট মেয়ে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, সাদা জ্যাকেট ও লাল জুতা পরা জু আয়ের হাত ধরে সাদা-কালো রঙের বিশাল একটি মিসাইলের সামনে হাঁটছেন কিম জং উন।
আরও পড়ুন>> উত্তর কোরিয়ার মানবাধিকারবিষয়ক বিশেষ দূত নিয়োগ বাইডেনের
মজার বিষয় হলো, অনেকের দাবি অনুযায়ী, কিমের তিন সন্তান থাকলেও শুধু ছোট মেয়েকে জনসম্মুখে নিয়ে আসা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের অনুমান, ২০০৯ সালে রি সোল জুকে বিয়ে করেন কিম জং উন। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, উত্তর কোরিয়ার সাবেক দুই শাসকও নিজেদের ও পরিবারের সদস্যদের নামের মতো নাম রাখায় নিষেধাজ্ঞা দিয়েছিল। ২০১৪ সালে কিম জং উনও জনসাধারণকে তার নামের অনুরূপ নাম না রাখার আদেশ দেন।
সূত্র: ফক্স নিউজ
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা
- ২ ভারত-রাশিয়ার বন্ধুত্ব ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’: মোদী
- ৩ রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুশ বিজ্ঞানীর ২১ বছর কারাদণ্ড
- ৪ পর্যটন মৌসুমে ভয়াবহ বন্যা, চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি
- ৫ রাশিয়ায় বিদেশি অ্যাপ ব্যবহারে কড়াকড়ি, বন্ধ স্ন্যাপচ্যাট ও ফেসটাইম