ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পি কে হালদারের ভাইয়ের জামিন শুনানি পেছালো

পি কে হালাদারের ভাই প্রাণেশ হালাদারের জামিন শুনানি পিছিয়ে দিয়েছে কলকাতার নগর দায়রা আদালত। এর আগে ১৭ ফেব্রুয়ারি তার জামিন শুনানির দিন ধার্য ছিল।

জার্মানির ৭ বিমানবন্দরে ধর্মঘট, ভোগান্তিতে ৩ লাখ যাত্রী

জার্মানির সাত বিমানবন্দরের কর্মীরা ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। এতে অন্তত তিন লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছে। জানা গেছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিমানবন্দরকর্মীরা এ ধর্মঘট পালন করছে। খবর রয়টার্সের।

জ্বালানির মূল্য বৃদ্ধি: অতিদরিদ্র হতে পারে ১৪ কোটি মানুষ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বেড়েছে। দেখা দিয়েছে উচ্চ মূল্যস্ফীতি। বেড়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে ১৪ কোটি মানুষ অতি দরিদ্র হতে পারে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ন্যাচার এনার্জি নামের একটি জার্নালে এমন তথ্য প্রকাশিত হয়েছে। খবর সিএনএনের।

‘ভূমিকম্প, ভূমিকম্প’ খেলে ভয় কাটাচ্ছে শিশুরা

তুরস্ক-সিরিয়ায় গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ৪৩ হাজার ছাড়িয়েছে। এতে কেবল তুরস্কেই মারা গেছেন ৩৮ হাজারের বেশি মানুষ। তারা অবশ্যই কারাও বাবা, কারও মা, কারও ভাই-বোন। আর স্বচক্ষে এই ধ্বংসযজ্ঞ দেখেছে অগণিত শিশু। ভাগ্যক্রমে হয়তো এ যাত্রায় বেঁচে গেছে তারা। কিন্তু বিপর্যয়ের ভয়াবহ মানসিক আঘাত আজও ভুলতে পারেনি তারা।

১০০ বছর পর গন্তব্যে চিঠি, হতবাক বাসিন্দারা

অবশেষে গন্তব্যে পৌঁছালো কাঙ্ক্ষিত চিঠি। তবে এজন্য লেগেছে একশ বছরের বেশি সময়। চিঠিটি পোস্ট করা হয়, ১৯১৬ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু একশ বছরের বেশি সময় পর এটি দক্ষিণ লন্ডনের হ্যামলেট রোডের একটি বাড়ির ঠিকানায় এসে পৌঁছায়। এতে সেখানের বর্তমান বাসিন্দারা হতবাক হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লি-মুম্বাইয়ে টুইটার কার্যালয় বন্ধ

ভারতের মুম্বাই ও দিল্লির অফিস বন্ধ করে দিয়েছে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এখন থেকে এ দুটি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে টুইটার সদরদপ্তর।

১১তম দিনে উদ্ধার ১২ বছরের শিশু

তুরস্কে আবারও অলৌকিক ঘটনা। গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্প আঘাত হানার ১০ দিন ২০ ঘণ্টা পরে জীবিত উদ্ধার করা হয়েছে তিনজনকে। এর মধ্যে এক বালকের বয়স মাত্র ১২ বছর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

উষ্ণ জলে গলে যাচ্ছে অ্যান্টার্কটিকার হিমবাহ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বেড়েছে সমুদের পানির উষ্ণতা। আর সে পানি প্রবেশ করায় অ্যান্টার্কটিকার দৈত্যাকার থোয়াইটস হিমবাহের দুর্বল অংশগুলো গলতে শুরু করেছে। ক্রমশ বাড়তে থাকা তাপমাত্রা এ হিমবাহের গলে যাওয়াকে ত্বরান্বিত করছে৷ ব্রিটিশ জার্নাল নেচারে প্রকাশিত দুটি গবেষণাপত্র এসব তথ্য তুলে ধরা হয়েছে।

কিমের মেয়ের নামে কেউ নাম রাখতে পারবে না

এবার কিম জং উনের ছোট মেয়ের নামে যেন দেশের কোনো মেয়ের নাম না রাখা হয় এমন নির্দেশ জারি করেছে উত্তর কোরিয়ার প্রশাসন। এমনকি, কারও যদি একই নাম থেকে থাকে, তাহলে খুব কম সময়ের মধ্যে তা পরিবর্তন করতে বলা হয়েছে।

‘নজরদারি বেলুন’ নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনা ‘নজরদারি বেলুন’ ও সেটি ভূপাতিত করার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জো বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম/এএসএম