ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাঞ্জাবে কেজরিওয়ালের ওপর হামলা

প্রকাশিত: ১০:০০ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

পাঞ্জাবের লুধিয়ানায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলা হয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দলের কর্মীরা তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচদিনের পাঞ্জাব সফরে থাকা দিল্লির মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আম-আদমি পার্টির প্রচারণার সময় ওই হামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে পাঞ্জাবের ক্ষমতাসীন পার্টি আকালি দলকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট করেছেন কেজরিওয়াল।

টুইটে কেজরিওয়াল লিখেছেন, লুধিয়ানায় পাথর ও লাঠি নিয়ে আমার গাড়িতে হামলা হয়েছে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে। বাদল এবং কংগ্রেস আতঙ্কিত? তারা আমার মনোবল ভাঙতে পারবে না।

এদিকে আম-আদমি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, দলের প্রধান অল্পের জন্য রক্ষা পেয়েছেন। একই সঙ্গে এ হামলার ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করেছে আম-আদমি।

এর আগে শুক্রবার পাঞ্জাব সফরে থাকা কেজরিওয়াল চান্দিগরে জনসভা বক্তৃতা করেন। সেখানে দেশটির ক্ষমতাসীন বিজেপি পার্টি ও স্থানীয় আকালি দলের কর্মীরা তাকে কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ করেন।

এসআইএস/পিআর