ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৫ মার্চ ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

অস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা পুতিনের

অস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। খবর সিএনএনের।

চীন-রাশিয়া-ইরানের যৌথ সামরিক মহড়া

চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়া চলবে পাঁচদিন। নৌ নিরাপত্তা সমৃদ্ধ করতেই এই পদক্ষেপ তাদের। বুধবার (১৫ মার্চ) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর রাশিয়া টুডের।

শিগগিরই ইরানে বিনিয়োগ করতে পারে সৌদি

সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানে মধ্যে একটি চুক্তি হয়েছে। এর অধীনে দেশ দুইটি আগামী দুই মাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়। এ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা। এবার সৌদি আরবের অর্থমন্ত্রী জানালেন, শিগগিরই ইরানে বিনিয়োগ করতে পারে তার দেশ। খবর রয়টার্সের।

এক মাসে ভারতের বাণিজ্য ঘাটতি ১৭ বিলিয়ন ডলার, কমেছে আমদানি-রপ্তানি

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের পণ্য আমদানি-রপ্তানি কমেছে। বুধবার (১৫ মার্চ) দেশটির সরকারি হিসাবে দেখা গেছে, বার্ষিকভিত্তিতে মাসটিতে আমদানি-রপ্তানি কমেছে আট শতাংশের বেশি। তাছাড়া টানা তিন সপ্তাহে সংকোচিত রপ্তানি দেখলো ভারত। খবর দ্য ইকোনমিক টাইমসের।

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে এবার বন্যার হানা, নিহত ৫

শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পের ক্ষত মিটতে না মিটতেই তুরস্কে এবার আঘাত হেনেছে প্রলয়ংকরী বন্যা। মঙ্গলবার (১৪ মার্চ) রাত থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এ বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

পশ্চিমাদের আপত্তি সত্ত্বেও রুশ অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত

রাশিয়া গত পাঁচ বছরে ভারতকে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। তাছাড়া, মস্কোর কাছে ১ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জামের অর্ডার দিয়েছে। রোববার (১২ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

সমর্থকদের কঠিন প্রতিরোধে পিছু হটলো পুলিশ

বুধবার (১৫ মার্চ) দুপুরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে ইমরান খানের জামান পার্কের বাড়ির সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরে যাওয়ার পর পিটিআই কর্মীদের বাঁধভাঙা উল্লাস দেখা গেছে।

তিন যুগে সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ১০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ১৯৯১ সালের পর এত বেশি মাত্রার মূল্যস্ফীতি দেখেনি এ দেশ। দেশটির সর্বশেষ ভোক্তামূল্য সূচকে এসব তথ্য উঠে এসেছে।

বন্ধ হয়ে গেলো মাহিন্দ্রা বাংলাদেশ

দীর্ঘদিন আয়-রোজগার না থাকায় শেষ পর্যন্ত বন্ধই হয়ে গেলো ভারতীয় অটো জায়ান্ট মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার (এমঅ্যান্ডএম) বাংলাদেশি ইউনিট। গত মঙ্গলবার (১৪ মার্চ) থেকে মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (এমবিপিএল) সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

এমএসএম/এএসএম