সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ মার্চ ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
১০৩ দেশকে ‘ভিসা ফ্রি এন্ট্রি’ দিলো ওমান, নেই বাংলাদেশ
পর্যটকদের আগমনের সুবিধার্থে ১০৩টি দেশ ও অঞ্চলকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিলো মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বিশেষ সুবিধাপ্রাপ্ত এসব দেশের তালিকায় রয়েছে ভারত, ভুটান, মালদ্বীপ, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, জাপান প্রভৃতি। তবে এই তালিকায় নেই বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশগুলো।
গ্রাহকদের বিপদে ফেলে হাওয়াইয়ে পালিয়েছেন সিলিকন ভ্যালির ‘নিরো’
বাংলায় একটা প্রবাদ রয়েছে, ‘রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন’। অর্থাৎ রোম নগরী ধ্বংস হয়ে যাওয়ার সময় নির্লিপ্ত ছিলেন এই রোমান সম্রাট। রাজ্য ও রাজ্যবাসীদের বাঁচাতে কোনো ব্যবস্থা না নিয়ে নিজের খুশিতে মাতোয়ারা ছিলেন তিনি। সেই ইতিহাসই কি ফিরিয়ে আনলেন সম্প্রতি দেউলিয়া হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) সদ্য-সাবেক প্রধান নির্বাহী (সিইও) গ্রেগরি বেকার?
প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে পোল্যান্ড
প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার অঙ্গীকার করেছে পোল্যান্ড। ইউক্রেনকে তারা চারটি মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পোল্যান্ড হচ্ছে ন্যাটোর সদস্য। রাশিয়াকে প্রতিহত করার ক্ষেত্রে দেশটির এমন পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে এসব যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে।
ফের ইসরায়েলের অভিযান, ৪ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, সেনা সদস্যরা অভিযানে চলাকালে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের সঙ্গে জড়িত ২ জনকে গুলি করে। তারা কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।
ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত, মালাউইয়ে মৃত্যু বেড়ে ৩০০
দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ে ঘূর্ণিঝড় ফ্রেডির তাণ্ডবে এ পর্যন্ত তিনশর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন।
ভ্রমণ ভিসায় গিয়ে ভিক্ষা, দুবাইতে ৩ লাখ দিরহামসহ গ্রেফতার
দুবাইতে তিন লাখ দিরহামসহ এক ভিক্ষুককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। পঙ্গুর ভান করে ওই ব্যক্তি বিভিন্ন মসজিদ ও আবাসিক এলাকায় ভিক্ষা করতো। তার ভুয়া কৃত্রিম পায়ের মধ্যে থেকে তিন লাখ দিরহাম উদ্ধার করা হয়।
ভারতে পিএমও কর্মকর্তা সেজে প্রতারণা
একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে যা যা পাওয়া যায়, তার সব সুবিধাই নিতেন তিনি। যেমন- জে প্লাস নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি, পাঁচ তারকা হোটেলে সরকারি খরচে থাকার ব্যবস্থাসহ আরও অনেক কিছু। এমনকি বিভিন্ন রাজ্যে সফরেও যেতেন, বৈঠকে অংশ নিতেন, দিতেন পরামর্শও। এসব জায়গায় নিজেকে পরিচয় দিতেন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কৌশল ও প্রচারণা বিষয়ক অতিরিক্ত পরিচালক হিসেবে। অথচ আদতে তিনি ছিলেন প্রতারক।
কলকাতায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপিত
আজ ১৭ মার্চ, বিশ্বের অবিসংবাদিত নেতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩। শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে দিনটি।
ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা দু’দিনের জন্য স্থগিত
তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা শুক্রবার (১৭ মার্চ) স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে সেটি করা হয়েছে মাত্র দুদিনের জন্য। মূলত ইমরান খানকে বিচার আদালতে শনিবারের (১৮ মার্চ) শুনানিতে হাজির হওয়ার সুযোগ দিতেই পরোয়ানা স্থগিত করা হয়েছে।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: সুদের হার বৃদ্ধিতে ঝুঁকিতে মার্কিন ব্যাংকিং ব্যবস্থা
ব্যাংকিং ব্যবস্থায় যে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে তা কয়েকদিন আগেও অনুমান করা যায়নি। শঙ্কা এখনো কাটেনি। সবচেয়ে খারাপ পরিণতি দেখেছে সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। ৯ মার্চ আমানতকারীরা ব্যাংকটি থেকে ৪২ বিলিয়ন ডলার তুলে নেয়। এক সপ্তাহের মধ্যে মার্কিন যে তিনটি বড় ব্যাংকের পতন হয়েছে তার মধ্যে এসভিবি অন্যতম।
ফার্স্ট রিপাবলিক ব্যাংককে বাঁচাতে ৩০ বিলিয়ন ডলার দিচ্ছে অন্যরা
এবার বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফার্স্ট রিপাবলিক ব্যাংক। বিনিয়োগকারী ও গ্রাহকদের আস্থার সংকটে পড়েছে ব্যাংকটি। আর সেই ব্যাংককে রক্ষায় এগিয়ে এসেছে আমেরিকার বৃহত্তম ব্যাংকগুলোর একটি গ্রুপ। ১১টি ব্যাংক ফার্স্ট রিপাবলিক ব্যাংককে ৩০ বিলিয়ন ডলার আমানত সহায়তা দিচ্ছে।
কেএএ/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি
- ২ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ৩ সম্পর্ক জোরদারে বৈঠকের সিদ্ধান্ত চীন ও দক্ষিণ কোরিয়ার
- ৪ মেয়ে নিয়ে জনসমক্ষে কিম, পারিবারিক সমাধিসৌধ সফরের ছবি প্রকাশ
- ৫ ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন