রমজানের প্রথম জুমায় মালয়েশিয়ায় মসজিদে মুসল্লিদের ঢল
পবিত্র রমজানের প্রথম জুমায় মালয়েশিয়ার মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। জুমার নামাজ পড়তে রাজধানী কুয়ালালামপুরসহ সব রাজ্যের মসজিদগুলোতে এমন ভিড় ছিল। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
শুক্রবার (২৪ মার্চ) জুমার আজানের আগে থেকেই নেগারা জাতীয় মসজিদসহ রাজধানীর বড় মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। নামাজের আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদগুলো। অনেকে মসজিদের ভেতর জায়গা না পেয়ে বারান্দা, মসজিদের পার্শ্ববর্তী খোলা মাঠে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন।
জুমার নামাজের খুতবায় রোজার গুরুত্ব, তাৎপর্য ও জরুরি মাসলা-মাসায়েল সম্পর্কে বিশেষ বয়ান করেন খতিবরা। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
এএএইচ/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জানুয়ারি ২০২৬
- ২ বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজিয়েও নোবেল শান্তি পুরস্কার চান ট্রাম্প
- ৩ ইরানে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করলো বিপ্লবী গার্ডস
- ৪ ভারতে গোবর-গোমূত্রে ক্যানসার নিরাময়ের চিন্তা, গবেষণার আগেই গায়েব প্রকল্পের টাকা
- ৫ ইরানে ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী